ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
আওয়ামীলীগের সখিপুর থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন
শরীয়তপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামীলীগ সখিপুর থানার ৯ ইউনিয়ন ও ৮১টি ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের পুর্নাঙ্গ কমিটির মোবাইল নম্বর সহ জেলা আওয়ামীলীগ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। ২৮ মে (শুক্রবার) বিকেলে সখিপুর থানা ও সকল ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে’র হাতে কমিটির তালিকা তুলে দেওয়া হয়

সখিপুর হাজী শরিয়তউল্যাহ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে সখিপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম.এ কাইয়ুম পাইক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ তকি, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল।

সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার সঞ্চালনায় বক্তব্য রাখেন সখিপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি কহিনুর সুলতানা দোয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক সরদার, সহ সকল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

x