ঢাকা, শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
সিলেট বিভাগে একদিনে করোনাক্রান্ত ১১৬, আরও ১জনের মৃত্যু
Reporter Name

স্বাস্থ্যবিধি না মেনে চলার কারণে আবারো করোনা ঝুঁকিতে পড়েছে সিলেট। দিনের পর দিন বাড়ছে মৃত্যু। হাসপাতালে ক্রমশ বাড়ছে রোগীর সংখ্যা। এমন চলতে থাকলে পরিস্থিতি আগের চেয়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে, মনে করছেন চিকিৎসকরা।

এদিকে সিলেটে অঞ্চলে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ১১৬ জন।আর সুস্থ হয়েছেন একদিন বিভাগে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন।

শুক্রবার (২ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

নতুন শনাক্তদের ৯১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ৭ জন, হবিগঞ্জ জেলার ২ জন এবং মৌলভীবাজার জেলার ১৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৬০৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ হাজার ৮৯৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬০১ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৫ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৯১ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২২৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজার জেলায় ২৪ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৬ হাজার ২১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৬৩ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৩২ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ১০৪ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৮ জন সুনামগঞ্জের হাসপাতালে ২ জন, হবিগঞ্জের হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

x