বাগেরহাটের রামপালে ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে ক্ষতিগ্রস্ত ৩ শত পরিবারের মধ্যে এ সব ত্রান বিতরন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান এ সব ত্রান ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। ত্রান হিসেবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ৫০০গ্রাম লবন, ১টি সাবান ও পাঁচ পিচ মাস্ক বিতরন করা হয়। এ সময় মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে যে, উপজেলার অন্যান্য ইউনিয়নে ক্ষতিগ্রস্তদেও মধ্যে ও খুব তাড়তাড়ি ত্রান পৌছে দেয়া হবে।