ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
রামপালে উপজেলা প্রশাসনের ত্রান বিতরন
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ইয়াসে ক্ষতিগ্রস্তদের  মাঝে ত্রান বিতরন করা হয়েছে। রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে ক্ষতিগ্রস্ত ৩ শত পরিবারের মধ্যে এ সব ত্রান বিতরন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান এ সব ত্রান ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। ত্রান হিসেবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ৫০০গ্রাম লবন, ১টি সাবান ও পাঁচ পিচ মাস্ক বিতরন করা হয়। এ সময় মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে যে, উপজেলার অন্যান্য ইউনিয়নে ক্ষতিগ্রস্তদেও মধ্যে ও খুব তাড়তাড়ি ত্রান পৌছে দেয়া হবে।

x