ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ০১:১০ অপরাহ্ন
করোনার সংক্রমন রোধে রবিবার থেকে কঠোর বিধিনিষেধ মোংলায়
জাহিদ রানা, মোংলা প্রতিনিধি

করোনার সংক্রমনের হার উদ্ধোর্গতি হওয়ায় ৮ দিনের জন্য কঠোর বিধি নিষেধের আওতায় আনা হচ্ছে মোংলা উপজেলাকে। রবিবার(৩০ মে) সকাল থেকে এ বিধিনিষেধ কার্যকর করতে পৌরশহরে প্রবেশের সকল পথে বসানো হবে চেকপোস্ট। নিত্য প্রয়োজনীয় ছাড়া সকল দোকান পাট বন্ধ রাখা হবে। স্বাস্থ্যবিধি শতভাগ বাস্তবায়নে মাঠে থাকবে প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ের হিসাব মতে,গত এক সপ্তাহ ধরে র‍্যাপিটটেষ্টয়ের মাধ্যমে পরিক্ষন অনুসারে মোংলা উপজেলায় করোনায় আক্রান্তের হার পঞ্চাশ শতাংশের কাছাকাছি। ভারত থেকে পন্য বহন করে দেশী বিদেশী নৌযান মোংলা বন্দরে পন্য খালাস ও মোংলা বন্দর ব্যবহার করে আসছে দির্ঘ দিন ধরে। আর ওইসব নৌযানের কর্মচারীরা যত্রতত্র বাজারসহ নানা কারনে মোংলায় বিচরন করায় আর স্থানীয় বাসিন্ধারা স্বাস্থ্যবিধি না মানায় করোনার সংক্রমন বাড়ার কারন হতে পারে বলে মনে করেন উপজেলা প্রশাসন। ৮ নিনের এই কঠোর বিধিনিষেধ এ করোনা সংক্রমোনের হার না কমলে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published.

x