সিলেট জাপার আহ্বায়ক কুনু মিয়ার সাথে গোলাপগঞ্জ উপি জাপার নেতাকর্মীরা মতবিনিময় করেছেন। ২৮ মে (শুক্রবার) গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন জাপার নেতাকর্মীরা সিলেট চোহাট্টাস্থ নিলয়ে সিলেট জাপার আহ্বায়ক কুনু মিয়ার বাস ভবনে নতুন কমিটি গঠন ও ইউনিয়নে জাতীয় পার্টিকে সুসংঘঠিত করার লক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় আহ্বায়ক কুনু মিয়া পূর্বের ও বর্তমান পরিস্থিতি নিয়ের দলের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন নেতাকর্মীদের সাথে।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, মো.মহিবুল ইসলাম, মো. মুজিবুর রহমান, মো. রুহুল আমিন,জাঙ্গির আমিন, কয়েছ আহমদ,সামছুল ইসলাম,আব্দুল কাদির, গেদু মিয়া,আব্দুল মাজিদ, শফিক উদ্দিন,মুনু মিয়া খান, আমিরুজ্জামান বাবুল, বাছিত মিয়া প্রমুখ।