ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
সিলেটে অসামাজিকতার দায়ে ১১ নারী-পুরুষ আটক
Reporter Name

রুবেল আহমদ, সিলেট প্রতিনিধিঃ সিলেটে অসামাজিকতা বন্ধে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

শুক্রবার (২৮ মে) সকালে মহানগরের বদরুল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিকতার দায়ে ৩ জন পুরুষ ও ৮ নারীকে আটক করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা সূত্র জানায়, শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এসএমপি’র কোতোয়ালি থানাধীন বন্দাবাজার ফাঁড়ির একদল পুলিশ নগরীর সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকা অবস্থায় ৩ জন পুরুষ ও ৮ নারীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

x