ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
জলোচ্ছ্বাসে মোংলায় ১ কোটি ৩৬ লাখ ও পূর্ব সুন্দরবনে ৬২ লাখ টাকার ক্ষতি
Reporter Name

জাহিদ রানা,মোংলা প্রতিনিধিঃ ইয়াসের জলোচ্ছ্বাসে মোংলায় ঘরবাড়ী, চিংড়ি ঘের ও পুকুর তলিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে ১ কোটি ৩৬ লা ৮০ হাজার টাকার। গত দুই দিনের প্লাবনে এ ক্ষয়ক্ষতি হয়। তবে আজও মোংলার উপকূলে জোয়ারের পানি বেড়েছে। জোয়ার পানিতে আজও তলিয়েছে মোংলার কানাইনগর, চিলা, জয়মনি, বিদ্যারবাহন, শেলাবুনিয়াসহ ১০ থেকে ১২টি গ্রামে। তাই ক্ষয়ক্ষতি আরো বাড়তে পারে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। তিনি জানান, জলোচ্ছ্বাসে এ এলাকার ৫৫০টি ঘর, ১০৯০টি চিংড়ি ঘের, ২৫০টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে পানিবন্দির শিকার হয়েছেন ৩ হাজার মানুষ।

এদিকে জলোচ্ছ্বাসে পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ৬২ লাখ ৪৫ হাজার টাকার। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, এ বিভাগের ২০ জেটি, ১১টি নৌযান, ৬টি অফিস, ৭টি ব্যারাক, ২৪টি রাস্তা, ১১টি পুকুর, ২টি ফুট ট্রেইলার, ১টি ওয়াচ টাওয়ার, ২টি গোলাঘর, ১১টি কুমিরের প্যানের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ৪টি মৃত হরিণ মারা গেছে, জীবিত উদ্ধার করা হয়েছে আরো ২টি হরিণ। তবে এ ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানান তিনি। তিনি আরো বলেন, এটি প্রাথমিক ক্ষয়ক্ষতির চিত্র। এ বিভাগের দুই রেঞ্জ কর্মকর্তাকে ক্ষয়ক্ষতি নির্ণয়ে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তারা পরিপূর্ণ রিপোর্ট দেয়ার পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

4 responses to “জলোচ্ছ্বাসে মোংলায় ১ কোটি ৩৬ লাখ ও পূর্ব সুন্দরবনে ৬২ লাখ টাকার ক্ষতি”

  1. … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/19329 […]

  2. 주식 says:

    … [Trackback]

    […] Here you will find 96005 additional Info on that Topic: doinikdak.com/news/19329 […]

  3. Betkick says:

    … [Trackback]

    […] There you can find 86872 additional Info to that Topic: doinikdak.com/news/19329 […]

  4. … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/19329 […]

Leave a Reply

Your email address will not be published.

x