রুবেল আহমদ সিলেট প্রতিনিধিঃ সিলেট বৌদ্ধ বিহারে পালিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। আজ বুধবার (২৬মে) সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে নগরীর আখালিয়া নয়াবাজারস্থ ‘সিলেট বৌদ্ধ বিহারে’ বিশ্ববাসীর শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধমনির্দেশনা, ভিক্ষু সংঘের পিগুদান, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন এর মধ্যদিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুণ বিকাশ চাকমার সভাপতিত্বে ও সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়ার পরিচালনায়
সিলেট বৌদ্ধ সমিতি আয়োজিত সিলেট বৌদ্ধ বিহারে ত্রি- স্মৃতির বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমায় সংঘ প্রধান হিসেবে ছিলেন সিলেট বৌদ্ধ বিহারে ভদন্ত আনন্দ ভিক্ষু ।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু, উপস্থিত বক্তব্য রাখেন,খাদ্য কর্মকর্তা নয়ন জ্যোতি চাকমা, সমিতির উপদেষ্টা অধ্যাপক বরণ কুমার চৌধুরী, সাধন কুমার চাকমা, সহ সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, অংশু প্রু মারমা, সদস্য সুকান্তি বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন সহ সাংগঠনিক সম্পাদক পংকজ বড়ুয়া ঝুলন।
Leave a Reply