ঢাকা, শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
জাতীয় কবি’র জন্মজয়ন্তীতে শ্রীপুর প্রেসক্লাবের আলোচনা অনুষ্ঠান
Reporter Name

আরিফ প্রধান, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও কবিতা আবৃতি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। ২৫ মে রাত ৮ টায় শ্রীপুর প্রেস ক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক ফজলে মমিন আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, মাসিক মোহনা পত্রিকার সম্পাদক ও সাপ্তাহিক অর্থবিত্ত পত্রিকার সহযোগী সম্পাদক, নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইসরাফিল হোসেন মোল্লা, ভাওয়াল সাময়িকী শালপত্র’র সম্পাদক ও কবি শাহান সাহাবুদ্দিন। সাংবাদিক  এম এম ফারুক, নজরুল ইসলাম মাহবুব, জামাল উদ্দিন, সোলাইমান মোহাম্মদ, আলফাজ সরকার আকাশ আ. আজিজ, আরিফ প্রধান।

এসময় সাংবাদিক  মো. আল আমিন,আরিফ মন্ডল, ফুয়াদ মন্ডল, ইকবাল হোসেন, আসাদুজ্জামান বিপু, আফসার আহমেদ, রাসেল আহমেদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

x