বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে বাচ্চু মিয়াকে সভাপতি ও শরিফুল ইসলাম সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা শ্রমিকদল।
গত ১৯ জুলাই গাজীপুর জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মিনার উদ্দিন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব উদ্দিন এক লিখিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দিয়েছেন।
নবগঠিত আংশিক কমিটিতে মাসুদ রানা ইলিমকে সিনিয়র সহ-সভাপতি, শামসুদ্দিন সরকার সামু, আকরাম হোসেন, আবুল হোসেন, বদরুল আলম সবুজ, নূর মোহাম্মদ, ও আবুল কাশেমকে সহ সভাপতি।
সফিকুল ইসলাম মোল্লাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির সরকার, সাঈদ আহমেদ খোকা, সাকিল আহমেদ কাজল, ওমর ফারুক, আলমগীর হোসেন মৃধা, সোহেল রানা, ও আশরাফুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক।
এস এম সুজন মিয়া, আসলাম শেখ, সুলতান উদ্দিন খান, ও ইশ্রাফিল মিয়াকে সাংগঠনিক সম্পাদক। মমতাজ উদ্দিনকে সহ-সাংগঠনিক সম্পাদক, আল আমিনকে দপ্তর সম্পাদক ও শেখ ফরিদকে সহ-দপ্তর সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়েছে।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশক্রমে শ্রমিকদলকে সুসংগঠিত ও সংগঠনের কাজকে গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।