ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান, ৪ নারী-পুরুষ গ্রেফতার
Reporter Name

রুবেল আহমদ সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অসামাজিকতার দায়ে ২ নারীসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের হোটেলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পুলিশ নিউজ সুরমা মার্কেটে অভিযান চালিয়ে ২ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, জালালাবাদ থানাধীন জঙ্গারকান্দি গ্রামের নূর ইসলামের ছেলে মিলন (২৪) ও জকিগঞ্জের কসকনপুর বিয়াবাই গ্রামের আব্দুল মানিকের ছেলে লিটন আহমদ (২০)।

x