মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা -টাঙ্গাইল মহা সড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামক স্থানে বাসের ধাক্কায় লড়ির ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে।
মঙ্গলবার (২৫মে) রাত ১১ টার দিকে টাঙ্গাইল-গামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬০৩৪) নিয়ন্ত্রন হারিয়ে একটি লড়ির পিছনে ধাক্কা দেয় এতে লড়িতে থাকা ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কান্দিলা গ্রামের আক্তারের ছেলে মোমিন (২৮) ও ফেরদৌসের ছেলে বাঁধন(২৪)।
সংবাদ পেয়ে সাথে সাথে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকারী দল সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিস জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালপুরগামী অভি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় একটি লড়িকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে লড়িতে থাকা বাঁধন ও মোমিন ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।