ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
সিলেটে ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেফতার
Reporter Name

রুবেল আহমদ সিলেট থেকেঃ সিলেটে আগ্নেয়াস্ত্রসহ এক ‘অস্ত্র ব্যবসায়ীকে’ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-৯। সোমবার (২৪) মে রাত ১১টার দিকে নগরীর পাঠানটুলা থেকে তানিম আহমদ বাবলু (২৭) নামের ওই ‘শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীকে’ গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, সোমবার রাত ১১টার দিকে র‍্যাব-৯ এর সদর কোম্পানি (সিলেট ক্যাম্প)-এর আভিযানিক দল সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলা থেকে তানিম আহমদ বাবলুকে গ্রেফতার করে। বাবলু জালালাবাদ থানাধীন আখালিয়া নোয়াপাড়া এলাকার বন্ধন বি-৫১ এর জমসেদ আলীর ছেলে।

বাবলু দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র ব্যবসা, মাদক কারবার ও চোরাচালান কারবারের সঙ্গে জড়িত বলে জানায় র‍্যাব।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম। সঙ্গে ছিলেন মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি ওবাইন, এএসপি আফসান আল-আলম, এএসপি সোমেন মজুমদার।

x