ঢাকা, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
তীব্র গরমে নাকাল লাখাইবাসী
Reporter Name

আশীষ দাশ গুপ্ত, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ হাওরাঞ্চল বেষ্টিত  লাখাই  উপজেলায়  বৃষ্টি  না হওয়ায় সূর্যের খরতাপে তেঁতে উঠেছে সারাদেশ। সারা দেশব্যাপী চলা অব্যাহত তাপদাহে নাকাল মানুষজন।

এরই ধারাবাহিকতায় লাখাইয়েও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত কয়েকদিন যাবত চলা অসহনীয় গরমে নাকাল লাখাইয়ের লোকজন। খেটে খাওয়া মানুষ ও দিনমজুরদের বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। গাছের নিচে বসে গরম থেকে বাঁচার চেষ্টা করতে দেখা গেছে অনেককে। ছাতা নিয়ে অনেকে প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন।

ছোট ছোট ছেলেমেয়েদের ভ্যাপসা গরমে পুকুরের পানিতে দলবেঁধে গোসল করার দৃশ্য চোখে পড়ছে।

বাজারে ও জনসমাগম স্থানে দেখা গিয়েছে বয়োবৃদ্ধ সহ সকলে কোমল পানীয়, আইসক্রিম ও শরবত খেয়ে শরীর ঠান্ডা রাখার চেষ্টা চালাচ্ছেন।

বিশেষজ্ঞ ডাক্তারদের অভিমত, প্রচন্ড গরমে বাইরের খোলা খাবার ও কোমল পানীয় থেকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তবে শরীর সুস্থ রাখার জন্য বিশুদ্ধ পানি পান করতে হবে।

গরমের কারনে নিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসি সমূহে রোগীদের আনাগোনা বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য মতে,নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ ইয়াস ‘ এর প্রভাব পড়লেই এ তাপদাহ দূর হতে পারে।

x