ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
মোংলা বন্দরে ট্যাঙ্কারে আগুন, দগ্ধ একজনের মৃত্যু, ১ জন বার্ন ইউনিটে ভর্তি
Reporter Name

 জাহিদ রানা মোংলা প্রতিনিধিঃ মোংলা বন্দরে আসা এম,টি সী লিংক উৎসব’ নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ লাল মিয়া (৫২)। সে ওই জাহাজের স্টাফ। আগুনে পুড়ে যাওয়া অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের  ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে মোংলা বন্দরে আসা তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সী লিংক উৎসব’ এ আগুন লাগলে ইঞ্জিন রুমে থাকা মোঃ ইয়াছিন (৫০) ও মোঃ লাল মিয়া (৫২) অগ্নিদগ্ধ হন। এরপরই  বন্দর কর্তৃপক্ষের “সুন্দরবন” নামক একটি ট্যাগ বোট দিয়ে আগুন নিয়ন্ত্রণের আনা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার শেখ ফখরউদ্দিন জানান, বন্দরের নিজস্ব সার্ভিস জেটিতে নোঙ্গর করার মূহুর্তেই তেলের ট্যাঙ্কার এমটি সি লিংক উৎসবে আগুন ধরে যায়। এ সময় ইঞ্জিন রুমে থাকা দুই নাবিক মোঃ ইয়াছিন (৫০) ও মোঃ লাল মিয়া (৫২) অগ্নিদগ্ধ আহত হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি পেঁৗছানোর সময়ই মোঃ লাল মিয়ার (৫২) মৃত্যু হয়। অপরজন মোঃ ইয়াছিন (৫০) বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

x