ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
Reporter Name

মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় রাহাত আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২২ মে) সকালে ঢাকা-টাঙ্গাইলবঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার দুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এতথ্যটি নিশ্চিত করেছেন। নিহত রাহাত আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চরদরমপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে। রেজাউল করিম বলেন, ‘ঢাকাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের দুবাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়। এঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির মাথা ও এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিহতের লাশ গোড়াই হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি

x