ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
টাঙ্গাইলে পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার
Reporter Name

মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল বাজারের উত্তর পাশের একটি  পুকুর থেকে সহোদর দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার আদম মন্ডলের মেয়ে আবিদা (১২) ও ছেলে রিফাত (১০)।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাভলু মিয়া জানান, নিহত শিশু দুইটি বাবার সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে আত্বীয় বাড়ীর পাশের একটি পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে উঠে।  খবর পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে শিশু দু’টির  মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে শিশু দুটির লাশ পুলিশ  এসে নিয়ে গেছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

x