ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
মোগলগাঁও ইউনিয়নে রাস্তা পাকাকরণের দাবীতে মানববন্ধন
Reporter Name
মোগলগাঁও ইউনিয়নের ১০ হাজারেরও বেশি অধিবাসীর ব্যবহৃত রাস্তা পাকাকরণের দাবীতে মানববন্ধন

রুবেল আহমদ সিলেট থেকে: সিলেট সদর উপজেলার দশ হাজারেরও বেশি অধিবাসীদের ব্যবহৃত রাস্তা জরুরী ভিত্তিতে মাটি ভরাটসহ পাকাকরণের দাবীতে এলাকাবাসী গতকাল শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ইলামের গাঁও থেকে ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর-হেংলাকান্দী রাস্তার জরুরী ভিত্তিতে মাটি ভরাট ও পাকাকরণের দাবীতে জালালাবাদ ইউনিয়নের বৃহত্তর আলী নগর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জরাজীর্ণ আলীনগর-হেংলাকান্দী সড়কে বৃহত্তর আলীনগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবি শিহাব ও মুহিবুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর আলীনগর সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা, সিলেট ল কলেজের সাবেক জিএস আ ফ ম কামাল, উপদেষ্টা সিলেট জেলা বারের আইনজীবী মো. আব্দুল গাফ্ফার, জামিল উদ্দিন, গোলাম রাব্বানী, ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মুজাহিদ আলী, মরহুম ছমক আলী ও আছিয়াতুন নেছা ফাউন্ডেশনের উপদেষ্টা সৌদি প্রবাসী আরজ আলী, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাজুল হক, বর্তমান মেম্বার কয়েছ আহমদ, বিশিষ্ট মুরব্বি আহাদুর রহমান, ১নং ওয়ার্ডের মুরব্বি আব্দুল খালিক, তেরাব আলী, বিশিষ্ট মুরব্বি আব্দুল মজিদ, কালা মিয়া, আব্দুল মানিক,নিজাম উদ্দিন, আব্দুর রব, আব্দুল আহাদ, ফয়সাল আহমদ, আতাউর রহমান, জসিম উদ্দিন, মাষ্টার মাও.নিজাম উদ্দিন, দশগ্রাম জনকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, সাবেক মেম্বার, রফিকুল ইসলাম মামুন, বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জইন উদ্দিন, বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজাউল কাদির রেজা, যুগ্ম সম্পাদক শাহিন আহমদ, আলীনগর রাজমিস্ত্রী সমবায় সমিতির সভাপতি জাকির আহমদ জাকির, আলীনগর সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি ওমর ফারুক, সহসভাপতি, বিশিষ্ট সাংবাদিক ছাদিক আহমদ, যুগ্ম সম্পাদক বুরহান উদ্দিন রব্বানী, অর্থ সম্পাদক মুহাম্মদ আলী, আহমদ হুসাইন সালমান,সুয়েব আহমদ, জালালাবাদ রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি জয়নাল আবেদীন, ধর্মবিষয়ক সম্পাদক জামিল আহমদ সাজু দশগ্রাম রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জুবায়ের আহমদ,সহ-সভাপতি রাকিব আহমদ, লতিফিয়া ছাত্র কল্যাণ পরিষদ,সভাপতি মাওলানা মঞ্জুর আহমদ, মরহুম আসকর আলী ফাউন্ডেশনের সামছ্ উদ্দিন। আল-ইহসান ছাত্র সমাজ কল্যাণ পরিষদ আজিজুর রহমান। নাছির উদ্দিন, দিলোয়ার,হেলাল আহমদ, নুর আলম, কুতুব, রিপন আহমদ, মমিন আহমদ, হিরন আহমদ, মাহফুজ আহমদ, কয়েছ আহমদ, হাসান, আবুল খয়ের,আপ্তাব উদ্দিন, আফজল, জাকির আহমদ, বেলায়েত, বুরহান, প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাও.আজিজুল ইসলাম ফুরকানী।

সমাবেশে বক্তারা বলেন, মোগলগাঁও ইউনিয়নের ইলামের গাঁও থেকে ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর-হেংলাকান্দী ৫ কিমি রাস্তা ১০ হাজার মানুষ ব্যবহার করছেন। কিন্ত দীর্ঘদিন থেকে তা অবহেলিত থাকায় ১০ হাজার মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত হয়ে শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সিলেটের একটি ঐতিহ্যবাহী সংসদীয় আসন সিলেট-১ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন থেকে এ রাস্তাটি অবহেলিত রয়েছে। বর্তমান বিশ্বায়নের যুগে যেখানে অলিগলিসহ বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রাস্তা পাকা হচ্ছে সেখানে সিলেটের ঐতিহ্যবাহী সিলেট সদও উপজেলার জালালাবাদ ইউনিয়নের এ রাস্তাটিতে জরুরী ভিত্তিতে মাটি ভরাট ও পাকাকরণের জন্য এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের হস্তক্ষেপ কামনা করেন।

3 responses to “মোগলগাঁও ইউনিয়নে রাস্তা পাকাকরণের দাবীতে মানববন্ধন”

  1. Hello, of course this paragraph is truly pleasant and I have learned lot of things from
    it concerning blogging. thanks.

  2. … [Trackback]

    […] Read More here on that Topic: doinikdak.com/news/17412 […]

  3. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/17412 […]

Leave a Reply

Your email address will not be published.

x