জাহিদ রানা, মোংলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল থেকে অস্ত্রওগুলিসহ ২ জনকে আটক করেছে র্যাব ৬। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রেবের একটি দল বাগেরহাটের রামপাল থানাধীন কৈগরদাসকাঠি গ্রামস্থ জনৈক নুরুল শেখ এর বসতবাড়ির দক্ষিণ পাশে কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র/মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।
এরপর রেব উক্ত স্থানে গতকাল গভীর রাতে অভিযান পরিচালনা করে। পরে ঘটনাস্থল হতে মোঃ মিকাইল শেখ(২৬),মোঃ বিল্লাল শেখ@বাবু(২৭), উভয় সাং-কৈগরদাসকাঠি, থানা-রামপাল, জেলা-বাগেরহাটদ্বয়’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের কাছ হতে দেশীয় তেরী পাইপগান-০২ (দুই) টি, তাঁজা কার্তুজ-০৩ (তিন) রাউন্ড, হাসুয়া-০২(দুই) টি উদ্ধার করে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় রেব।