দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিক মহলে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বইছে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। এছাড়া পৃথক ভাবে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য।
বিবৃতিদাতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের ঘটনাটি স্বাধীন সাংবাদিকতার হুমকি স্বরূপ। একটি স্বাধীন রাষ্ট্রে তা হতে পারে না। সাংবাদিকরা জীবন বাজি রেখে নিজের সুখ-দুঃখ বিসর্জন দিয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করেন। সর্বদা আপোষহীন ভাবে সত্য উদঘাটন করে জাতির সামনে তুলে ধরেন। যেখানে সাংবাদিকদের সম্মানিত করার কথা, সেখানে করা হচ্ছে হেনস্তা। তা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। তাই অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানানো হয়।