সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ জমিয়ত নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, উপজেলার নারিকেলতলা গ্রামের আবদুল মান্নানের ছেলে হাফিজ আবদুল হাই আল হাদী, গন্ধর্বপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মাওলানা তোফায়েল আহমদ কামরান ও ইসলামপুর গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে হাফিজ ইউসুফ আহমদ।
জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম জানান, ১৭ মে রাতে সরকার বিরোধী সমাবেশ করা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৬ জনকে আসামী করে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা মামলা দায়ের করা হয়েছে। এ মামলার ৩ আসামীকে ১৮ মে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।