জাহিদ হাসান অনÍর দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সালের দ্বি-বার্ষিক মেয়াদী (২৪ মার্স) পরিচালক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামিম) পরিষদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
১৮ মে মঙ্গলবার চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাড. আশফাক আহম্মদ, নির্বাচন বোর্ডের সদস্য গোলাম নবী দুলাল ও অশোক কুমার কুন্ডু’র নিকট মনোনয়নপত্র দাখিল করেন চেম্বারের সাবেক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামিম) এর নেতৃত্বে পরিষদের অন্যান্য প্রার্থীসহ সমর্থকবৃন্দ।
পরিষদের প্রার্থীরা হলেন মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মো. জর্জিস আনাম, সুজা উর রব চৌধুরী, মো. মোছাদ্দেক হুসেন, মো. শামীম কবির, আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ, প্রতাপ কুমার সাহা পানু, মো. আখতারুজ্জামান জুয়েল, শাহেদ রিয়াজ পিম, রাহবার কবীর পিয়াল, মো. মোস্তফা কামাল মিলন, আলহাজ¦ মো. মোফাজ্জল হোসেন, জহির শাহ, উদ্দীপ ভৌমিক, মো. জহির খান, মো. আব্দুল্লাহ আল কাফি লিটন, মো. সানোয়ার হোসেন।
প্রসঙ্গত, আগামী ১২ জুন শনিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ ১৮টি পদ, সহযোগি, গ্রæপ ও টাউন এসোসিয়েট পদে ১জন করে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলায় মোট ২৫৭৭ জন ব্যবসায়ী ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।