ঢাকা, মঙ্গলবার ২১ মে ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে অনুমতি না থাকলেও চলছে দূরপাল্লার বাস
Reporter Name

মোঃ  শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধিঃ ঈদের ছু‌টি শে‌ষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এ‌তে বি‌ভিন্ন যানবাহ‌নের পাশাপা‌শি মহাসড়‌কে বে‌ড়ে‌ছে দূরপাল্লার বাস চলাচল। ত‌বে আন্তঃজেলা ব্যতীত দূরপাল্লার বাস চলাচ‌লে নি‌ষেধাজ্ঞা থাক‌লেও সে‌টি মান‌ছেন না চালক ও প‌রিবহন মা‌লিকরা।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে  সোমবার (১৭ মে)  দুপুরে  দূরপাল্লার যাত্রীবা‌হী বাস চলাচল কর‌তে দেখা গে‌ছে। য‌দিও এসব প‌য়ে‌ন্টে পু‌লিশের উপ‌স্থি‌তি লক্ষ্য করা গে‌ছে। এ ছাড়া মহাসড়‌কে প‌রিবহ‌নের তেমন চাপ নেই। অন্যান্য দি‌নের মতোই প‌রিবহন চলাচল কর‌তে দেখা গে‌ছে। ত‌বে চালক‌দের দাবি, দীর্ঘ দিন বেকার   থাকায় আমাদের পরিবারের বউ বাচ্চাদের কি ভাবে  বাঁচাব  বাধ্য হ‌য়ে‌ বাস নি‌য়ে মহাসড়‌কে বে‌র হয়েছি।

জানা গে‌ছে, দি‌নে মহাসড়‌কে গণপ‌রিবহন চলাচল সী‌মিত থাক‌লেও রা‌তে সংখ্যা বে‌শি থা‌কে। এ ছাড়া পিকআপ ভ্যান, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন পরিবহনে কর্মস্থলে ফিরছেন মানুষ। যাত্রীবাহী গাড়ি ও ব্যক্তিগত পরিবহনের দ্রুত গতির কারণে ছোটখাটো কিছু দুর্ঘটনারও খবর পাওয়া গেছে।

যাত্রীবা‌হী বাস চালকরা জানান, সরকারিভাবে দূরপাল্লার বাস বন্ধ র‌য়ে‌ছে। কিন্তু আমা‌দের সংসা‌র খরচ‌ বন্ধ হয়‌নি। বাধ্য হ‌য়ে বাস চালা‌চ্ছি। এ জন্য মামলাও খে‌তে হ‌চ্ছে। ঢাকা যে‌তে অ‌নেক জায়গায় বাঁধার সম্মু‌খীন হ‌লেও আবারো ঢাকামু‌খী হ‌চ্ছেন তারা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছে‌ড়ে আসা অ‌নেক বাস ফেরত দেওয়া হ‌চ্ছে।

One response to “ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে অনুমতি না থাকলেও চলছে দূরপাল্লার বাস”

  1. … [Trackback]

    […] There you will find 21463 additional Information to that Topic: doinikdak.com/news/16063 […]

Leave a Reply

Your email address will not be published.

x