ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
মোংলায় বালুর ড্রেজারে ডাকাতি, টাকাসহ মালামাল লুট
Reporter Name

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মোংলায় বালুর ড্রেজারে উঠে গলায় ছুরি ধরে হাত ও পা বেঁধে নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পশুর নদীতে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় চারজনকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, পশুর নদীর পাশে মোংলা সাইফ পাওয়ার পোর্ট সাইডে বালু অপসারণের সময় ড্রেজারে উঠেন একদল ডাকাত। এ সময় ড্রেজারে থাকা নাবিকদের হাত পা বেঁধে ও গলায় ছুরি ধরে নগদ তিন লাখ টাকাসহ ড্রেজারে থাকা মূল্যবান মালামাল লুটে নেয় ওই ডাকাতরা। পরে ড্রেজারের নাবিকরা ওই ডাকাতদের চিনতে পারায় ড্রেজারের মালিক মোঃ নবীর হোসেন হাওলাদার বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ দায়ের করেন। এতে উপজেলার নারিকেলতলা আবাসন এলাকার মোঃ লাভলু, মোঃ বুন্ধি, গুডগুটি বারেক ও বটতলার আব্দুল মজিদের ছেলে মোঃ মাসুদকে আসামি করা হয়। এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি, এ ঘটনায় পুলিশী তৎপরতা চলছে।

x