ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ থেকে হেফাজতের এক নেতাকে গ্রেফতার
Reporter Name

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে হেফাজতের আরো এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৭ মে) বিকেলে জকিগঞ্জ শহরের একটি লাইব্রেরি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার জয়নুল ইসলাম উপজেলার বারহাল ইউনিয়নের নিজ গ্রামের মৃত মাওলানা সফিকুল ইসলামের ছেলে এবং জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের (মামুনুল) সাধারণ সম্পাদক।

সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্কর্তা (ওসি) মো. আবুল কাসেম বলেন, গত ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ওই মামলায় আরও ১১ জনকে গ্রেফতার করা হয়।

x