সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মারামারি মামলায় যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের কালা মিয়ার ছেলে।
জানাগেছে, ৬ মে রাতে জগন্নাথপুর থানা পুলিশ প্রবাসী আসামীকে গ্রেফতার করে ৭ মে শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছেন। জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব ও এসআই ওবায়দুল্লাহ নিশ্চিত করেন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সুমা রাণী দাস (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের নরেশ দাসের কন্যা। স্থানীয়রা জানান, ৭ মে শুক্রবার দিন দুপুরে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে সুমা রাণী দাস আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না মদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই .শামীম আল মামুন জানান, মেয়েটি এর আগে আরো ২ বার আত্মহত্যার চেষ্টা করেছে। শুনেছি মেয়েটি নাকি মানসিক রোগী।