ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
জগন্নাথপুরে প্রবাসী আসামী গ্রেফতার
Reporter Name

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মারামারি মামলায় যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের কালা মিয়ার ছেলে।

জানাগেছে, ৬ মে রাতে জগন্নাথপুর থানা পুলিশ প্রবাসী আসামীকে গ্রেফতার করে ৭ মে শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছেন। জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব ও এসআই ওবায়দুল্লাহ নিশ্চিত করেন।

সুনামগঞ্জের জগন্নাথপুরে সুমা রাণী দাস (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের নরেশ দাসের কন্যা।  স্থানীয়রা জানান, ৭ মে শুক্রবার দিন দুপুরে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে সুমা রাণী দাস আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না মদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।  এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই .শামীম আল মামুন জানান, মেয়েটি এর আগে আরো ২ বার আত্মহত্যার চেষ্টা করেছে। শুনেছি মেয়েটি নাকি মানসিক রোগী।

x