সিলেট নগরীতে মোটরসাইকেলকে ট্রাক চাপা দিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। বুধবার রাত ৯টার দিকে নগরীর সুবিদবাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির আহমদ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তার বাড়ি নড়াইলে হলেও পরিবার ঢাকার সাভারে থাকে। সাব্বির সিলেট নগরীর আখালিয়ায় এলাকায় একটি বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সাব্বির বুধবার রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে সুবিদবাজার পয়েন্টে আসামাত্র পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় সাব্বির নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার এসআই আব্দুস সাত্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে আটক করে। নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।