ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
মহাদেবপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ
Reporter Name

আমিনুর রহমান খোকন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিম্ন আয়ের ১৭৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ৫ মে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক খাদ্য সহায়তা বিতরণী সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় প্রমুখ।

এ সময় উপজেলার ১০ ইউনিয়নের ১৭৫ জন দুস্থদের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতি জনের জন্য খাদ্য সহাতায় ছিল ১০ কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আলু ও একটি সাবান। এছাড়াও একই সময়ে ৩৩৩ তে কল করে খাদ্য সহায়তা চাওয়ার প্রেক্ষিতে ১৫ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

x