সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে সমলয়ের মাঠ পরির্দশনে ডিএই ‘র উদ্ধর্তন কর্তৃপক্ষ——-সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে ৪ মে বিকাল ৩.০০ ঘটিকার সময় ৫০ একর জমিতে রাইস ট্রান্স প্লান্টারের মাধ্যমে রোপন কৃত সমলয়ের মাঠ পরির্দশন করেন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট জেলার উপ পরিচালক কৃষিবিদ মো:সালাহ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট জেলার প্রশিক্ষন কর্মকর্তা বিমল চন্দ্র সোম,কানাইঘাট উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার,জকিগন্জ উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো:হায়দার আলী, জকিগন্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদ,উপ সহকারি কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ ও এস এম ওমর ফয়সাল প্রমুখ।