সোমবার সন্ধ্যায় নগরীর একটি হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশ।
মহানগর বিএনপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের ট্রিটমেন্ট হাসপাতালের নিজের চেম্বার থেকে সন্ধ্যা ৬টার দিকে ডা. শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে।
এর আগে বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসে। এরপর কার্যালয়ের পরিবর্তে সড়কে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে কর্মীদের পিছু হটিয়ে দেয়। ঘটনার এক পর্যায়ে নেতাকর্মীরা যানবাহন ও দোকানপাট ভাঙচুর করে। সড়কে আগুন জ্বালিয়ে দেয়। পুলিশ নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় থেকে মহিলা দলের সাবেক সভানেত্রী মনোয়ারা বেগম মনিসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করে। এ সময় অনেককে রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম মহানগর পুলিশ জানায়, এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ১৫ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।