জাকারিয়া আবুল গোলাপগজ্ঞ: গোলাপগঞ্জের একমাইলে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। সোমবার রাত ১০টার দিকে উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ রোডে ছিনতাইয়ের সময় তাকে আটক গণপিটুনি দেয়া হয়।
তাৎক্ষনিকভাবে আটককৃত ছিনতাইকারীর নাম জানা যায় নি। তবে তার বাড়ি সিলেট ভার্থখলা বলে জানা যায়।
স্থানীয়রা জানান, সিএনজি (অটোরিকশা) যোগে সোমবার রাত ১০দিকে গোলাপগঞ্জ থেকে শপিং করে ফিরছিলেন দুই মহিলা।
গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ধারাবহর একমাইল নামক স্থানে আসামাত্র মোটরসাইকেলে থাকা একজন মহিলার হাতে থাকা ব্যাগ ছিনতাই করে নিয়ে যেতে চায়। এসময় সিএনজি (অটোরিকশা) চালক মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এসময় সাইকেলে থাকা দুজন পালিয়ে যেতে চাইলে স্থানীয় জনতা একজন কে আটক করতে সক্ষম হয়। এসময় মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যায়।
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/12697 […]
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/12697 […]
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/12697 […]