চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকার বীর মুক্তিযোদ্ধা সিরাজ বরকন্দাজের বাড়িতে মা-বাবাসহ বসবাস করেন ঢাকার একটি বিশ্ববিদ্যালের শিক্ষার্থী আমজাদ মাহমুদ নিলয় (২১)। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গত এক বছর যাবৎ নিজ বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। বাবা-মা কর্মজীবী হওয়ায় তাদের অনুপস্থিতিতে দিনের পর দিন ধর্ষণ করে আসছিলেন নিজ বাড়ির গৃহকর্মীকে। এক বছর ধরে চলা এ যন্ত্রণা থেকে নিস্তার পেতে গত শুক্রবার পালিয়ে এসে আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী। পরে পুলিশের হস্তক্ষেপে প্রাণে রক্ষা পান তিনি।
অভিযোগ আছে, ধর্ষণের ঘটনাটি জানতেন নিলয়ের বাবা-মা। কিন্তু তারা বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন। ভুক্তভোগী উল্টো মারধরের শিকার হয়েছেন বারবার। কোনো প্রতিকারই তিনি পাচ্ছিলেন না। বাবা-মাসহ নিলয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তার মাকে গ্রেপ্তার করেছে। বাবাসহ আত্মগোপনে গেছেন নিলয়।
নিলয়ের বাবার নাম আব্দুল মাজেদ, মা শাহনাজ বেগম। তারা ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশফী গ্রামের বাসিন্দা। বাবাসহ পালিয়ে গেলেও তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।