জাহিদ হাসান অন্তর, দিনাজপুর প্রতিনিধিঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর বিএনপির রাজনীতিতে ক্রেক ডাউনে পরিণত হয়েছে।
তিনি বলেন, করোনা পরিস্তিতি মোকাবেলা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে নেতৃত্বে রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। বিএনপি দেশের এই করোনা পরিস্তিতি মোকাবেলায় এগিয়ে না এসে তারা অপপ্রচারেই ব্যস্ত রয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, দিনাজপুরের বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিট সুরক্ষা সামগ্রী বিতরণ ও মত বিনিময় সভায় প্রধান অতিথি উপোরক্ত কথাগুলি বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান, উপজেলা কমিশনার (ভুমি) আবু সায়েম, বিরল থানার অফিসার ইনচার্জ নাসিম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।
এর আগে প্রধান অতিথি বিরল কেন্দ্রীয় মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বােধন ও নব নির্মিত মডেল মসজিদ পরিদর্শন করেন।