ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
বরিশাল বিসিক শিল্প নগরীতে আগুনে তুলার কারখানা ছাই
Reporter Name

বরিশাল বিসিক শিল্প নগরীতে রহস্যজনক আগুনে একটি তুলার কারখানা পুড়েছে। বুধবার সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের বরিশাল স্টেশনের উপসহকারী পরিচালক বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কী করে আগুনের ঘটনা ঘটল তা তদন্ত শেষে বলা যাবে বলে তিনি জানান।

কারখানার মালিক রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। মিলের পেছন থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ জানাতে না পারলেও এ ঘটনায় তার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

উপসহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত চলছে। টিনশেড তুলার গোডাউনে আগুন লেগেছে। কারখানায় গার্মেন্টসের বাতিল কাপড় দিয়ে তুলা তৈরি হতো। ঘটনাস্থলে কোনো বিদ্যুতের তার দেখেননি। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত কিনা তা জানা যায়নি।

x