ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ ছাত্রলীগের ‘জয় বাংলা জরুরি সেবা’ কার্যক্রম চালু
Reporter Name

বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ‘জয় বাংলা জরুরি সেবা’ নামক একটি সেবামূলক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে এই কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ। উক্ত সেবায় সুনামগঞ্জ জেলার কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স সেবা, অক্সিজেন সিলিন্ডার এবং জরুরি রক্তদান সেবাও পরিচালিত হবে। প্রাথমিকভাবে উল্লেখিত জরুরি সেবাসমূহ সুনামগঞ্জ পৌরসভার সকল নাগরিক সম্পূর্ণ ফ্রিতে গ্রহণ করতে পারবেন।

কর্মসূচি ঘোষণাকালে আসিফ বখত রাদ জানান, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়াও জরুরি সেবাগুলো আরও সহনশীল রাখতে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের উল্লেখিত জরুরি সেবার নাম্বারগুলোতে যেকোন সময় যোগাযোগ করা যেতে পারে। আমরা সর্বোচ্চ সহযোগিতার জন্য প্রস্তুত আছি। জয় বাংলা জরুরি সেবার নাম্বারগুলো হল- ০১৮২৭-৫৩৩৫২২, ০১৭৬২-২২৮২২৮, ০১৭৭৪-৫৫২০২২।

কর্মসূচি ঘোষণা কালে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলন রুহুল আমীন নাঈম, মামুনুর রশীদ, শাহ পিপলু, মারুফ আজহা রাফি, সাকিব আহমেদ, পিয়াস পাল, মসিবুর আহমেদ।

One response to “সুনামগঞ্জ ছাত্রলীগের ‘জয় বাংলা জরুরি সেবা’ কার্যক্রম চালু”

  1. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/10658 […]

Leave a Reply

Your email address will not be published.

x