ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
বি আই ই এ বরিশালে জেলার পক্ষ থেকে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ।
Reporter Name

নাজমুল হাসান নবীন,বরিশাল জেলা প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে  ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বরিশাল জেলা ও উপজেলা সদস্য বৃন্দরা।

আজ ২৮ এপ্রিল সকাল ১০ টার দিকে বরিশালে এ.কে স্কুল মাঠে এই ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরিশালে এ.কে স্কুল মাঠ প্রাঙ্গনে কর্মহীন ও খেটে খাওয়া মানুষদের মাঝে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতারন করা হয়।

দিন মজুর, নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বরিশাল জেলা সকল সদস্য বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন আইডিইবি সাংগাঠনিক সম্পদক মাহবুবুর রহমান নিপু এবং বিআইইএ বরিশাল জেলা আহব্বায়ক বায়েজীদ আহম্মেদ সহ নীলিমা জাহান, জাকারিয়া মাহমুদ প্রিন্স, সাহাদাত হোসেন,নাজমুল হাসান নবীন, দৈনিক সাহসী কন্ঠ বরিশাল সদর প্রতিনিধি ফাইজুল ইসলাম সহ আরো জেলা ও উপজেলা সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সবাই কে নিরাপদে সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দেন।

x