ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় ১১ জনের কারাদণ্ড
Reporter Name

মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি : দীর্ঘদিন ধরে রাতের আঁধারে টাঙ্গাইলের এলেংজানী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল একটি মহল। এতে নদীর উপরের সেতুসহ ভাঙনের হুমকিতে রয়েছে নদীটির দুপাড়। ক্ষতি হলেও মহলটির ভয়ে নিশ্চুপ ছিল এলাকাবাসী। তবে এবার সেই মহলের মুলহোতাসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতে স্বস্তি এসেছে এলাকাবাসীর জন মনে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) মধ্যে  রাতে টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নে অভিযান চালিয়ে ওই মহলটির সদস্যদের কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।

অভিযানে মাটি কাটার মূল হোতা ঘারিন্দা ইউনিয়নের উত্তর তাড়টিয়া এলাকার উজ্জ্বল মিয়াকে তিন মাস, রায়হানকে সাতদিন ও বাকী ৯ জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, ‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারায় ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। নদীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

x