মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান বাবুল৪২)নিহত হওয়ার ঘটনার আসামীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী
সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে কদিম খশিল্লা বাজারে এলাকাবাসী এ মানববন্ধন করে ।
মানববন্ধনে এলাকাবাসীরা জানান,নিহত মিজান মাষ্টার খুব ভালো মানুষ ছিলেন । আমরা এলাকাবাসী এই হত্যাকারীদের বিচার দাবী করছি ।
এসময় উপস্থিত ছিলেন, ইমতিয়াজ (১২),
জিয়াউর রহমান, আলম, নিহত বাবুলের ছোট ভাই আনোয়ার হোসেন, হাজী সরয়ারদী, রহিজ উদ্দিন, হাজী শওকত আলী প্রমূখ
উল্ল্যেখ, মিজানুর রহমান বাবুলের দাদি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। ওই জমিতে মাটি ভরাট করেন,জমির পাশের বাড়ির মালিক কোরবান আলীদের সাথে নিয়ে মাপ জোক করে মসজিদ নির্মান কাজ করে। মসজিদ ঘর নির্মাণ শেষ হলে কোরবান আলী মসজিদের ভিতর জায়গা পাবে বলে দাবি করে। কথা কাটাকাটির এপর্যায়ে ফালু শেখের ছেলে কোরবান,নুরুজ্জাল, আল- আমিন, মোংলা,আলম,ইট পাটকেল দিয়ে ডিল ছুড়তেথাকে। এক পর্যায়ে মিজানুর রহমান বাবুলের মাথায় সাবল দিয়ে আঘাত করে। কোরবান আলীর ছেলে ফজলু। বাবুলের মাথায় আঘাত করা দেখে লাবু ও জাহিদ এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপালে পাঠায়। সেখান থেকে বাবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমামলার বাদি নিহতের চাচা জিয়া।
… [Trackback]
[…] Find More here on that Topic: doinikdak.com/news/10021 […]
… [Trackback]
[…] Read More Info here on that Topic: doinikdak.com/news/10021 […]
… [Trackback]
[…] Find More Info here on that Topic: doinikdak.com/news/10021 […]