ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
মাদারীপুরে অভিযান, প্রায় ১৩০০ কেজি জাটকা জব্দ, আটক ২
Reporter Name

রকিবুজ্জামান ,মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরের খোয়াজপুরে অভিযান চালিয়ে ১৩শ’ কেজি জাটকা জব্দ করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প ।এসময় জাটকা বিক্রির দায়ে দুইজনকে আটক করা হয়।র‌্যাব জানায় র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শরিয়তপুর থেকে ফরিদপুরগামী জাটকা ভর্তি একটি ট্রাক আজ শনিবার ২৪ এপ্রিল ভোর রাত ৪.৩০ ঘটিকার সময় আছমত আলী খান ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আটক করে ।

পরে মাদারীপুর মৎস বিভাগ,মাদারীপুর সদর উপজেলা প্রশাসন ও মাদারীপুর মডেল থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় মাদারীপুর সদরের ৪৫ টি এতিম খানা ও মাদ্রাসা এবং গরীব মানুষের মাঝে এই মাছ বিতরন করা হয়। এ সময় মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস কর্তৃক ট্রাক মালিককে ১০০০০/- টাকা অর্থ দন্ড দেয়া হয়। র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে

x