ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সহধর্মিণী করোনায় আক্রান্ত
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও

 জেলার বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ যোবায়ের হোসেন ও তার স্ত্রী  মোছাঃ মমতাজ মহল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দুই ডোজ টিকা নিয়েছিলেন। ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৬ টায় ইউএনও মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করান তিনি। পরীক্ষায় সস্ত্রীক করোনা পজেটিভ আসে। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম জানান, ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার নমুনা র‌্যাপিড এন্টিজেন টেস্ট করে ইউএনও  ও তাঁর স্ত্রী করোনা পজেটিভ । তাঁদের দুজনের শারীরিক অবস্থা ভালো রয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলায় পরিষদের সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন । বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ যোবায়ের হোসেন বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২০ সালের আগস্ট মাসে বালিয়াডাঙ্গী উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কর্মরত ছিলেন। তিনি সুস্থতার সকলের কাছে দোয়া চেয়েছেন।

x