চট্টগ্রাম হোমিওপ্যাথিক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে মাস্ক বিতরণ অনুষ্ঠান সস্পন্ন
অত্র সংগঠন এর আহবায়ক মোঃ আকতার কামাল এর নেত্রীত্বে মাস্ক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় এ সময় উপস্তিত ছিলেন অত্র সংগঠন যুগ্ম আহবায়ক: জান্নাতুল আবছারি, যুগ্ম সদস্য সচিব: সুফিয়া আফরিন, সিনিয়র সদস্য, মোঃ সাকিব ওসমান, সদস্য :মোছাম্মত হুরইন মোস্তফা,
এ সময় অত্র সংগঠন এর আহবায়ক আকতার কামাল বলেন,,মানবতার কাজে চট্টগ্রাম হোমিওপ্যাথিক উন্নয়ন সোসাইটি সব সময় পাশে থাকবে।