ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গলাচিপার ঔষধ ব্যবসায়ী হাসান শরীফ আর নেই
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের সেন্টার বাজারের ঔষধ ব্যবসায়ী ও সাবেক ঔষধ কোম্পানির প্রতিনিধি মোঃ হাসান শরীফ (৩৫)মঙ্গলবার আনুমানিক দুপুর ১.৩০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোঃ হাসান শরীফ পানপট্টি মাধ্যমিক বিদ‍্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব আ: বারেক স্যারের বড় ছেলে।তার মৃত্যুতে গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন,ডাঃসালাউদ্দিন মাহমুদ ও পানপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও ছয় বছরের একটি শিশু কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই অকাল প্রয়ানে তাঁর স্কুল-কলেজের বন্ধু বান্ধব,ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি সহ উপজেলার সকল মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছাঁয়া। পারিবারিক সূত্রে জানা যায় আজ বিকেল ৫টায় মরহুমের নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *