ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
পাইকগাছায় স্কুল ছাত্রীর গলায় রশি দিয়ে আত্মহত্যা
Reporter Name

মোঃ মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার দেলুটিতে প্রেম ঘটিত কারণে ঐশি নামে ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্রী গলাঁয় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার দেলুটি ইউনিযনের চকরীবকরি গ্রামের সুজন মন্ডলের মেয়ে ও আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। পুলিশ লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পারিবারিক সুত্র জানায়, ঐশি শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২ টার দিকে তার ঘর থেকে শব্দ পেয়ে ঘরে গিয়ে তাকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

এব্যাপারে পাইকগাছা থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, নিহতের সরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, একই গ্রামের জনৈক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ধারনা করা হচ্ছে, বিষয়টি জানাজানি হওয়ায় পরিবারের সাথে মনোমালিন্যের জের হিসেবে আত্মহত্যা করতে পারে সে।

x