ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
কুবি ক্যারিয়ার ক্লাবের প্রতিনিধির ফলাফল প্রকাশ
মাঈনুদ্দীন হাসান, কুবি

ইউনিভার্সিটি (কুবি) ক্যারিয়ার ক্লাবের বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক প্রতিনিধি ও সহযোগী প্রতিনিধি নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে সংগঠনটি। এর আগে গত ৭ ও ৮ জুলাই প্রতিনিধি নির্বাচনে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

রোববার বিকালে ক্যারিয়ার ক্লাবের  ফেসবুক  পেইজে প্রতিনিধি নির্বাচনের এই ফলাফল  প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশ নিয়ে ক্লাবের সভাপতি সাবরিনা আলম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার মাধ্যমে স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে। এ ধারা অব্যহত রাখতে শিক্ষার্থীদের দক্ষ হওয়া একান্ত জরুরি।

সে লক্ষ্যে কুমিল্লা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব বিভিন্ন পেশা অনুযায়ী ক্যারিয়ার বিষয়ক প্রতিনিধি এবং সহযোগী নিয়োগ দেওয়ার লক্ষ্যে ৭ ও ৮ তারিখে সদস্যদের ভাইবা নেয়।

মূলত ক্যারিয়ার প্রতিনিধিদের কাজ হবে প্রাক্তন কুবি শিক্ষার্থী যারা কর্মক্ষেত্রে সফল তাদের তথ্য সংগ্রহ করা।এবং বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা।এতে তাদের নিজেদের নেতৃত্ব দানের দক্ষতা বাড়বে এবং তাদের পরিচিতি বাড়বে, যা তাদেরকে কর্মজীবনে সফল হতে সাহায্য করবে।

নির্বাচিত ক্যারিয়ার বিষয়ক প্রতিনিধিরা হলেন, গবেষণা বিষয়ক প্রতিনিধি গণিত বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী ফারিয়া নূর এবং সহযোগী প্রতিনিধি একই বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী  সাদিয়া আক্তার নীপা, সাংবাদিকতা বিষয়ক প্রতিনিধি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী রফিক উদ্দিন এবং সহযোগী প্রতিনিধি প্রত্নতত্ত্ব বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মো. ফয়েজুল্লাহ, আইনজীবী বিষয়ক প্রতিনিধি আইন বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মিনহাজুর রহমান ভূঁইয়া, সরকারী সেবা বিষয়ক প্রতিনিধি ইংরেজি বিভাগকে ১২ তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আফরিন এবং সহযোগী প্রতিনিধি লোক প্রশাসন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী রোকেয়া আক্তার।

শিক্ষক বিষয়ক প্রতিনিধি ব্যবস্থাপনা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মো. মেহেদী হাসান মানিক এবং সহযোগী প্রতিনিধি একই বিভাগের শিক্ষার্থী কামরুন নাহার পলি, অর্থায়ন সেবা বিষয়ক প্রতিনিধি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী শেরী দেবী সাহা এবং সহযোগী প্রতিনিধি একই বিভাগের শিক্ষার্থী কাজী তামিম বিন আসাদ, ফ্রীল্যান্সার বিষয়ক প্রতিনিধি ফিনয়ান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া হক নীলিমা এবং সহযোগী প্রতিনিধি বাংলা বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী তানজুম হুসাইন বিনিতা।

ক্যারিয়ার ইঞ্জিনিয়ার বিষয়ক প্রতিনিধি আইসিটি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মো. আল রহিম, উদ্যোক্তা বিষয়ক প্রতিনিধি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিব মাহাতাব বননি সহযোগী প্রতিনিধি একই বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী লাবিবা ইসলাম, বেসরকারী চাকরী বিষয়ক প্রতিনিধি ফিন্যান্স  এন্ড ব্যাংকিং বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মো. নুরুল হুদা জনি এবং সহযোগী প্রতিনিধি হিসাববিজ্ঞান বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী সুনেহরা রহমান নভেরা, বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক প্রতিনিধি লোক প্রশাসন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মো. আল আমিন এবং সহযোগী প্রতিনিধি মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মুরাদ হাসান।

উল্লেখ্য, উপরিউক্ত পদগুলোর জন্য কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৮ জন প্রতিনিধি আবেদন করে।

x