ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
পাইকগাছার কপিলমুনিতে ‘চলার সাথী অক্সিজেন ব্যাংক’ এর উদ্বোধন
মোঃ মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছার কপিলমুনিতে ‘চলার সাথী’ সংগঠন পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এলাকার মানুষের সেবার মনোভাব নিয়ে চলার সাথী অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু করেছে। সংগঠনের সদস্যদের সহযোগিতায় তিনটি ক্রয় করা হয়। বাকি ২টি সংগঠনের সদস্য অগ্রনী ব্যাংকের সিনিয়র অফিসার দেবাশীষ দে ও চক্ষু চিকিৎসক ডাঃ বি এমএ জব্বার সংগঠনে দান করেন। এছাড়া আগামীতে আরো পাঁচটি সিলিন্ডার সংগ্রহ করে দশটি সিলিন্ডার দিয়ে সংগঠনের অক্সিজেন ব্যাংক এর কার্যক্রম পরিচালিত হবে।

এখান থেকে এলাকার মানুষ অক্সিজেন প্রয়োজনে এখান থেকে সিলিন্ডার সংগ্রহ করে সেবা নিতে পারবেন। গতকাল সকালে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়। সিলেন্ডার নিতে নিচের নম্বর গুলিতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। নম্বর গুলো হল ০১৭১২ ৯৮২২৩৮, ০১৭১৮৬০৮৬০০, ০১৭১৭৬৪৪৭৮০, ০১৭১১১৭৮২৯০, ০১৯৯০০৯৪৫৬১। জানাযায়, চলার সাথী একটি সম্পুর্ন  সেবা মুলক সংগঠন। বিভিন্ন সময় অসহায় মানুষের সেবা করে আসছে সংগঠনটি।

x