ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত হয়ে আট দিনের শিশু সন্তান রেখে পরপারে চলে গেল শুক্লা
রামপাল( বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে করোনায় আক্রান্ত হয়ে আট দিনের পুত্র সন্তান রেখে না ফেরার দেশে চলে গেলেন শ্রীমতী শুক্লা মন্ডল। সে উপজের হুড়কা ইউনিয়নের হুড়কা উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্রলাল মন্ডলের এর কন্যা।

এলাকা বাসী সূত্রে যানা গেছে যে, কয়েকদিন পূর্বে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাঁসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। করোনায় আক্রান্ত অবস্থায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম হয়।

সন্তান সুস্থ্য থাকলেও ধীরে ধীরে মায়ের শারিরীক অবস্থার অবনতি হতে থাকে অবশেষে গত ৭ই  জুলাই, ২০২১ না ফেরার  দেশে চলে যায়  শ্রীমতী শুক্লা মন্ডল। যানা গেছে শুক্লার মা ও কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে ভারতে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

x