ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
দুমকি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পটুয়াখালীর দুমকির উপজেলা আওয়ামী লীগের ৭১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ। গত বুধবার ৭ জুলাই পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের প্যাডে এ পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটি নিম্নে দেয়া হল।সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি: মো. মিজানুর রহমান সিকদার, মো. আমিনুল ইসলাম সালাম, সৈয়দ গোলাম মরতুজা, এ্যাড. গাজী নজরুল ইসলাম, মজিবর রহমান মাষ্টার, মাওলানা মো. আলমগীর হোসাইন,সুলতান আহম্মেদ মোল্লা,ফোরকান মৃধা(সাবেক ইউপি সদস্য),অহিদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আকন সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে-দেলোয়ার হোসেন মোল্লা, জাকারিয়া কাওসার বাবু গাজী, আনিচুর রহমান মিন্টু, আইন বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন মাষ্টার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক- মো. কামরুজ্জামান সোহাগ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক-মো. ফোরকান আহম্মেদ মাষ্টার, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক- মো. আবু ইউসুফ খান, দপ্তর সম্পাদক-মো. মাঈনুল ইসলাম প্যাদা, ধর্ম বিষয়ক সম্পাদক-আলহাজ্ব অলী আহাদ ভাষানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক-সৈয়দ ফরহাদ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক-মো. হারুন অর-রশীদ মাষ্টার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-উপাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক-মোসা. নাসিমা বেগম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক-কাজী আ. মোতালেব,যুব ও ক্রীড়া সম্পাদক- মো. নুরুজ্জামান মোল্লা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক- গাজী খলিলুর রহমান, শ্রম সম্পাদক-মজিবর রহমান হাওলাদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-রেজাউল হক রাজন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক-ডা. আ. ছালাম, সাংগঠনিক সম্পাদক-ইউনুচ আলী মৃধা, হুমায়ন কবির মৃধা,মো. আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক-সৈয়দ জাকির হোসেন,সহ-প্রচার ও প্রকাশনাসম্পাদক-আনিচুজ্জামান সোহাগ,কোষাধ্যক্ষ-মোস্তাফিজুর রহমান লাবলু

উক্ত কার্যনির্বাহী কমিটির ১নম্বর সদস্য দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ হাওলাদার সহ আরও ৩৪ জন। এর মধ্যে রয়েছে মহিলা সদস্য নাজমুন নাহার শিরিন
উল্লেখ্য দুমকি উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল গত ১৫ নভেম্বর ২০১৯ তারিখে দুমকি উপজেলা অডিটরিয়ামে কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দদের উপস্হিতিতে সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমকে ঘোষণা করেন এবং পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছিলেন। দীর্ঘ প্রতিক্ষার পর ৭ জুলাই ২০২১ তারিখে পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *