ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রূপগঞ্জে গাঁজার গাছ ও চোলাই মদসহ গ্রেফতার ২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে নার্সারির ভেতরে গাঁজার গাছ ও ৯৪ লিটার চােলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গত বুধবার রাতে উপজেলার পূর্বাচল ৫নং সেক্টর ও ধামচি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো লক্ষীপুরের সদর থানাধীন চরমনসা এলাকার জালাল উদ্দিনের ছেলে আজাদ ও ধামচি এলাকার আব্দুল গনির ছেলে মিয়াজী।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও র‌্যাব জানায়, পূর্বাচল উপ-শহরের ৫নং সেক্টর এলাকায় মায়ের দোয়া নামে একটি নার্সারিতে গাঁজার গাছ রোপন করে গাঁজার ব্যবসা করছিল বলে র‌্যাবর কাছে খবর ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে র‌্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের একটি অভিধানিক দল মায়ের দে;ায়া নার্সারিতে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করেন। এ ঘটনায় নার্সারির মালিক আজাদকে গ্রেফতার করেছে র‌্যাব।
অপরদিক, একই রাতে র‌্যাব-১ সিপিসি-৩ এর একটি দল উপজেলার ধামচি এলাকায় অভিযান চালিয়ে ৯৪ লিটার চোলাই মদসহ মিয়াজি নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *