কুবিতে সুশান্ত পালের সাথে ক্যারিয়ার বিষয়ক অনলাইন আড্ডার আয়োজন করবে অর্থনীতি ক্লাব
বাংলাদেশ কাস্টমসের উপ-কর কমিশনার ও লেখক সুশান্ত পালের সাথে ক্যারিয়ার বিষয়ক অনলাইন আড্ডার আয়োজন করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের অঙ্গ সংগঠন অর্থনীতি ক্লাব।
৯ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৮ টায় ‘Economics club-cou’ নামক পেজ থেকে লাইভটি সরাসরি দেখা যাবে,।
এ বিষয়ে অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে জনজীবন থেমে না থাকলেও বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। তাই শিক্ষার্থীদের উপর বেড়েছে মানসিক চাপ। তাই উক্ত সংলাপে একাডেমিক পড়াশোনার পাশাপাশি করোনাকালীন সময়ে নিজেকে সদ্ব্যবহার করে কিভাবে চাকরির প্রস্তুতিতে কিভাবে এগিয়ে থাকা যায় সে বিষয়ে আলোচনা হবে।