ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
পাবনায় করোনা ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ ২৯১ জন
মোঃ জাহিদুল ইসলাম নিক্কন

পাবনায় করোনা ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায় পৌছেছে। এছাড়াও আজ পাবনায় রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় পাবনা জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ২৯১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮১৮ জনে।

বুধবার (৭ জুলাই) দুুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।নতুন করে গত ২৪ ঘন্টায় পাবনায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে পাবনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫ জন।গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৩৪ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭২৬ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৭ জন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

x